ট্রেন থেকে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

অচেতন অবস্থায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা অজ্ঞাতনামা ব্যক্তি আটদিন পর মারা গেছেন। আজ বুধবার দুপুরের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
মোহনগঞ্জ হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি জিআরপি পুলিশ মোহনগঞ্জ রেলস্টেশনে একটি ট্রেন থেকে অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আটদিন পর আজ দুপুরের দিকে তিনি মারা যান। তাঁর কোনো পরিচয় পাওয়া যায়নি।
মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর কোনো পরিচয় পাওয়া না গেলে লাশ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।