নেত্রকোনা ছাত্রদলের নেতাকর্মীদের আগাম জামিন

নেত্রকোনার কেন্দুয়ায় ছাত্রদলের কর্মী সমাবেশে বাধা এবং পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ছাত্রদলের ১৫ নেতাকর্মী আগাম জামিন পেয়েছেন।
গতকাল মঙ্গলবার হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত ব্রেঞ্চে ১৫ নেতাকর্মীর আগাম জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের চার সপ্তাহের জামিন মঞ্জুর করে বিচারিক আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
আজ বুধবার আসামিদের পক্ষের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিনপ্রাপ্তরা হচ্ছেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জ্যেষ্ঠ সহসভাপতি সারোয়ার আলম এলিন, সহসভাপতি তৌফিক হাসান খান মিল্কি, ফারদিন চৌধুরী রিমি, এস এম দেলোয়ার হোসেন, মাহমুদ মোস্তফা ঝলমল, সাখাওয়াত হোসেন হাইউল, শামসুল হুদা শামীম, এ টি এম মোস্তফা জামান মামুন, মাজহারুল ইসলাম জিপু, শাহরিয়া রহমান সাইদ, লতিফুল হক চৌধুরী সুজন, এম এ সাইদ ইমরান, আতিকুল হাসান বাপ্পী।
কেন্দুয়া পৌর শহরের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৪ ফেব্রুয়ারি ছাত্রদলের কর্মী সমাবেশ হচ্ছিল। এ সময় অনুমতি না থাকার অভিযোগ তুলে পুলিশ তাতে বাধা দেয়। পরে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পুলিশের সদস্য ও ছাত্রদল নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) গোপাল কৃষ্ণ দাস বাদী হয়ে ২৫ ফেব্রুয়ারি বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত-শিবিরের ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন।