গোপালগঞ্জে ধানক্ষেত থেকে মস্তকবিহীন লাশ উদ্ধার

গোপালগঞ্জ জেলা সদরের চেচানিয়াকান্দি এলাকা থেকে আজ সকালে মাথাবিহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকা থেকে এক ব্যক্তির মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, মহাসড়কের পাশে একটি ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ওসির ধারণা, দুর্বৃত্তরা এলাকাটি ফাঁকা পেয়ে এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।