ভৈরবে একজন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবের দক্ষিণ জগন্নাথপুর এলাকা থেকে মাঈন উদ্দিন (৫২) নামের একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ১১৯টি ইয়াবা উদ্ধার করা হয়।
মাঈন উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ২০১৫ সালের একটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে কিশোরগঞ্জ ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনির নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ জগন্নাথপুর এলাকা থেকে ইয়াবা বিক্রির সময় মাঈন উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর শরীর তল্লাশি করে ১১৯টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে রাতেই তাঁকে ভৈরব থানায় হাজির করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এসআই মো. ওসমান গনি আজ শনিবার দুপুরে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরে মাঈন উদ্দিনকে আদালতে পাঠানো হয়।