নেত্রকোনায় স্বামী-স্ত্রীসহ ৭ ‘মাদক ব্যবসায়ী’ আটক

নেত্রকোনায় মাদক ব্যবসার অভিযোগে আটক স্বামী-স্ত্রীসহ সাতজন। ছবি : এনটিভি
নেত্রকোনায় স্বামী-স্ত্রীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের মঈনপুর গ্রাম থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান (২৮) ও তাঁর স্ত্রী ইয়াসমিন (২২), সোহাগ মিয়া (২০), টিটু মিয়া (২০), পারুল আক্তার (৪২), শান্ত মিয়া (২৫) ও টিপু সুলতান (৫০)। পুলিশের দাবি, তাঁরা মাদক ব্যবসায়ী। আটকের সময় তাঁদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, শহরের স্বনামধন্য মাদক ব্যবসায়ীদের একজন হলেন মেহেদী। তাঁকে আটকের পর আশা করা যাচ্ছে সূত্র ধরে আরো মাদক উদ্ধার এবং মাদক ব্যবসায়ীদের আটক সম্ভব হবে। মেহেদীর নামে এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এবারও মেহেদীসহ আটক অন্যদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।