নেত্রকোনায় প্রাইভেটকারচাপায় পথচারী নিহত

নেত্রকোনার আটপাড়া উপজেলায় প্রাইভেটকারের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আরো চারজন আহত হন।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে আটপাড়ার অভয়পাশা এলাকায় নেত্রকোনা-মদন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন আটপাড়া উপজেলার সালকি-মাটিকাটা গ্রামের জালাল উদ্দিন (৬৫)। আহত ব্যক্তিরা হলেন উপজেলার মঙ্গলসিধ গ্রামের ভুলন চন্দ্র দাস (৫০), ষাটকাহন গ্রামের নান্টু মিয়া (১৮), করিম-পাহাড়পুর গ্রামের দীপক চন্দ্র সরকার (৪০) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ বাজারের মলয় দে (৪২)। এঁদের মধ্যে প্রথম দুজন পথচারী, বাকি দুজন প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, হবিগঞ্জ থেকে নেত্রকোনা হয়ে পাহাড়পুর গ্রামে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে অভয়পাশা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পথচারীদের চাপা দেয়। এরপর একটি কালভার্টে ধাক্কা লাগার পর বিদ্যুতের খুঁটিতে গিয়ে আটকে যায়। গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান জালাল উদ্দিন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। যাত্রী দুজনকে চিকিৎসা দিয়ে থানায় রাখা হয়েছে।
এসআই আরো জানান, আহত দুজন নিজেদের যাত্রী দাবি করলেও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই দুজনের মধ্যে থেকে একজন গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এদের মধ্যে গাড়ির চালক থেকে থাকলে আটক করা হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।