সুষ্ঠু নির্বাচন করার জন্য যা করার তাই করব : ব্রি. জে. (অব) শাহাদৎ

নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী বলেছেন, ‘অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে কমিশন দেশ ও জাতির আস্থা অর্জন করতে চায়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করার আমরা সেটা করব।’
আজ মঙ্গলবার খাগড়াছড়িতে গুইমারা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় শাহাদাত হোসেন এসব কথা বলেন। আগামী ৬ মার্চ গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার শাহাদৎ হোসেন চৌধুরী।
শাহাদৎ হোসেন বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিলে তো আমার বিশ্বাস সবাই আস্থা পাবে।’ তিনি আরো বলেন, ‘সব দলের প্রার্থীদের বক্তব্যকে আমলে নিয়ে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে।’
জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. মজিদ আলী, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি ৪০) অধিনায়ক লে. কর্ণেল মো. খালিদ, জেলা আনসার ও ভিডিপির অধিনায়ক রাজীব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বি এম মশিউর রহমান, আওয়ামী লীগের প্রার্থী মেমং মারমা, বিএনপির প্রার্থী মো. ইউচুপ এবং স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা।