নেত্রকোনায় পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ৫২ নেতাকর্মী আটক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় বিভিন্ন স্থান থেকে সংগঠনটির ৫২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদও রয়েছেন।
আজ শনিবার দুপুরে ছাত্রদলের নেতাকর্মীদের আটকের বিষয়টি জানায় পুলিশ।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ছাত্রদলের হামলায় ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রদলের মোট ৫২ জনকে আটক করা হয়েছে।
এর আগে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গত রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে ২৪ জনকে আটক করা হয়। হামলায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেন্দুয়া উপজেলায় ছাত্রদলের কর্মিসভায় পুলিশের লাঠিপেটার পর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জন পুলিশ সদস্য, বাকিরা ছাত্রদলকর্মী। গতকাল শুক্রবার কেন্দুয়া পৌর সদরে আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের পাঁচজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও সাতজন কনস্টেবল আহত হন। তাদের প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোস্তাফিজুর রহমান জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসআই ছামেদুল হক, এসআই সঞ্জয় সরকার, এএসআই আল আমিন, কনস্টেবল আবুল খায়ের, জাকির হোসেন ও আবদুল কুদ্দুছকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।