মানিকগঞ্জে ফিঞ্চ সোসাইটির কুইজ প্রতিযোগিতা

মানিকগঞ্জে আজ শুক্রবার ফিঞ্চ সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
মানিকগঞ্জে ফিঞ্চ সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের পাক বাগিচা ভবন চত্বরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সংগঠনটির অ্যাডমিন আবদুল হান্নান দিনারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনটিভির নিজস্ব প্রতিনিধি ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আহমেদ সাব্বির সোহেল।
এ সময় অন্যান্যের মাঝে এভি কালচারাল সোসাইটি অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক আর এইচ খান অন্তু, সংগঠনটির অ্যাডমিন প্যানেলের জুনায়েদ ইসলাম, চিন্ময় সেন, তুনান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বন্য পাখি অবমুক্ত রেখে দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার আহ্বান জানান।