নেত্রকোনায় হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নেত্রকোনায় হামদর্দের উদ্যোগে দরিদ্র রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার হামদার্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ নেত্রকোনা শাখার উদ্যোগে নেত্রকোনা শহরের স্টেশন রোডে এ ক্যাম্পে রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।
এ বিষয়ে হামদর্দ নেত্রকোনা শাখার ব্যবস্থাপক মো. হানিফ উদ্দিন জানান, এ ক্যাম্পে রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন ডা. শফিকুল আলম ও ডা. ডলি আক্তার। দিনব্যাপী শতাধিক রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।
জানা যায়, ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন নেত্রকোনা ডায়াবেটিক সমিতির সভাপতি প্রবীণ চিকিৎসক এম এ হামিদ খান।