নেত্রকোনায় ভুয়া পুলিশ আটক

নেত্রকোনায় ডিবির হাতে আটক আলী হোসেন (২৫)। ছবি : এনটিভি
নেত্রকোনা শহরের কুরপাড় এলাকা থেকে মো. আলী হোসেন (২৫) নামের পুলিশের পোশাকধারী একজনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা জজ আদালত ভবনের সামনের সড়ক থেকে আলী হোসেনকে আটক করেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
নেত্রকোনা ডিবির উপপরিদর্শক (এসআই) শরিফুল হক জানান, পুলিশ পরিচয়ধারী আলী প্রকৃতপক্ষে প্রতারকচক্রের একজন সদস্য। স্বার্থসিদ্ধির জন্য পুলিশ সেজে ঘুরতেন তিনি। পুলিশের পরিচয় দিয়ে আদালতে আসা গ্রামের সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন।
এসআই আরো জানান, রাতে আটকের সময় আলীর কাছ থেকে পুলিশের ভুয়া পরিচয়পত্রের আইডি কার্ড, একটি মোবাইল ফোন, বাংলালিংকের দুটি সিমকার্ড, কমিউনিটি পুলিশিংয়ের ডায়েরি ও বিভিন্ন মামলার কাগজপত্রের ফটোকপি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।