শ্রমিকদের হামলায় টুঙ্গিপাড়া পৌর মেয়র আহত

গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় থ্রি হুইলার মাহেন্দ্র শ্রমিকদের হামলায় টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা হয়েছেন।
আজ বুধবার বিকেল ৪টার দিকে গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় শ্রমিকরা মেয়রের ওপর হামলা চালায়। এর জের ধরে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়রসহ তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক ও গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
জানা গেছে, টুঙ্গিপাড়া জেলা সদরে আসার পথে ঘোনাপাড়ায় গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে মাহেন্দ্র চালকদের সঙ্গে মেয়রের চালকের কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে চালককে মারধর করে শ্রমিকরা। মেয়র ঠেকাতে গেলে তাঁকেও মারধর করা হয়।
এ খবর টুঙ্গিপাড়া পৌঁছালে টুঙ্গিপাড়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘোনাপাড়ায় অবস্থান নেয়। এরই একপর্যায়ে গোপালগঞ্জ সদরের মাহেন্দ্র শ্রমিকরা একজোট হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেলা ৪টা থেকে থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। চলতে থাকে বেলা সাড়ে ৫টা পর্যন্ত।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কয়েকটি ফাঁকা গুলি করে।