পাখিদের জন্য ভালোবাসা

বিশ্ব ভালোবাসা দিবসে আজ মঙ্গলবার গাছে পাখিদের জন্য ১০১টি বাসা ঝুলিয়ে দেন পাখিপ্রেমী কয়েকজন তরুণ-তরুণী। ছবি : এনটিভি
পাখিদের জন্য ১০১টি বাসা তৈরি করে ঝালকাঠিতে একদল তরুণ-তরুণী উদযাপন করেছেন বিশ্ব ভালোবাসা দিবস। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী।
‘নির্ভয়ে ভালোবাসায় থাকবে পাখি নীড়ে’ স্লোগানে বিশ্ব ভালোবাসা দিবসে ঝালকাঠিতে পাখির প্রতি ভালোবাসায় গাছে গাছে ঘর বেঁধে দিয়েছেন ওই তরুণ-তরুণীরা। জেলার বিভিন্ন স্থানে গাছে গাছে পাখির জন্য তাঁরা ঝুলিয়ে দিয়েছেন মাটির হাঁড়ি।
‘পাখিপ্রেমিক আমরা কজন’ নামে এই ভিন্ন কর্মসূচির উদ্যোক্তারা জানান, ভালোবাসা দিবসে ১০১টি হাঁড়ি ঝুলিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বছরজুড়ে পর্যায়ক্রমে সারা শহরে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।