লক্ষ্মীপুরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত জসিম (৩৫) তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একটি সংঘবদ্ধ বাহিনী পরিচালনা করতেন। এ সময় গুলিতে আহত জসিমের আরো দুই সহযোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, এ সময় তাদেরও ছয় সদস্য আহত হয়েছে। আজ সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার বালাইশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সদর) জুনায়েত কাউসার এনটিভি অনলাইনকে বলেন, বালাইশপুর এলাকায় জসিম তাঁর বাহিনী নিয়ে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
‘এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে জসিমসহ তিনজন গুলিবিদ্ধ হয়। আহত হন পুলিশের ছয় সদস্য। পরে ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি আমেরিকান পিস্তল, একটি এলজি ও দুটি গুলি উদ্ধার করা হয়।’
এএসপি আরো জানান, গুলিবিদ্ধ অপর দুজন হলেন জসিম বাহিনীর সদস্য বেলজিয়াম সুমন ও দোলোয়ার হোসেন। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত পুলিশ সদস্যদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।