‘চুরি করে’ ভারতে, দেশে ফিরে ৩২ জন জেলহাজতে

পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে গিয়ে বাংলাদেশের ফেরার পথে খাগড়াছড়ির মাটিরাঙা সীমান্ত থেকে আটক ৩২ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সুফিয়ান মো. নোমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পরিদর্শক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল বুধবার সকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মাটিরাঙার যামিনীপাড়া জোনের আওতাধীন দেওয়ানবাড়ী বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি দেওয়ানবাড়ী বিওপির হাবিলদার মো. বাবুল মিয়া জানান, কিছু সংখ্যক লোক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা বুধবার সকালে মাটিরাঙা সীমান্ত থেকে ওই ৩২ বাংলাদেশিকে আটক করে। পরে রাত ৯টার দিক তাদের মাটিরাঙা থানায় সোপর্দ করা হয়। তাদের অধিকাংশই মারমা সম্প্রদায়ের।
তাঁরা চুরি করে নদী পার হয়ে ভারতে গিয়েছিলেন বলে জানান হাবিলদার।
আটক হওয়া সবাই খাগড়াছড়ির স্থায়ী বাসিন্দা বলে দাবি করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্যা মারমা। তিনি বলেন, তারা সবাই স্থানীয় সুইং নৃত্যদলের কর্মী। দু-তিনদিন আগে তারা ভারতের এ্যালমারা এলাকায় বৌদ্ধভিক্ষুর দাহক্রিয়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশনের জন্য গিয়েছিল। দাহক্রিয়া শেষে দেশে ফেরার পথে বিজিবি তাদের আটক করে।
মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো জানান, আটক ওই ৩২ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে।