নেত্রকোনায় পরিবেশ রক্ষায় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

নেত্রকোনায় ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় শহরের মুক্তারপাড়ায় সাংস্কৃতিক সংগঠন দুর্বার গোষ্ঠীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জন-উদ্যোগ নেত্রকোনা শাখা এ সভার আয়োজন করে।
জন-উদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম খান টিটো। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান।
ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পালের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, শিকড় উন্নয়ন কর্মসূচির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান খোকন, নেত্রকোনা নাগরিক আন্দোলনের আহ্বায়ক খানে আলম খান, নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাংবাদিক এ কে এম আবদুল্লাহ, কবীর হোসেন চান মিয়া, প্রকৃতি বাঁচাও আন্দোলন নেত্রকোনার সভাপতি তানভীর জাহান চৌধুরী, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী।
বক্তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে নেত্রকোনাকে গড়ে তুলতে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় প্রশাসন, সাংবাদিকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান।