পেনশন ও দশম গ্রেডে বেতন চান ইউপি সচিবরা

পেনশন, দশম গ্রেড স্কেলে কর্মকর্তার মর্যাদা দেওয়াসহ তিন দফা দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবরা। আজ রোববার সকাল থেকে জাতীয় প্রেসক্লাব চত্বরে দুই দিনব্যাপী ওই ধর্মঘট শুরু করেছে ইউপি সচিবরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওই তিন দফার মধ্যে আছে, ইউনিয়ন পরিষদ সচিবদের পদবি পরিবর্তন করে দশম গ্রেড স্কেলে কর্মকর্তার মর্যাদা দেওয়া, শতভাগ বেতন ভাতাসহ সব সুবিধাদি সরকারি কোষাগার থেকে দেওয়া এবং আর্থিক নিরাপত্তার জন্য পেনশন দেওয়া।
প্রায় তিন হাজার ইউনিয়ন পরিষদ সচিব এ কর্মসূচিতে অংশ নিয়েছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ হাবিবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা তিন দফা দাবি নিয়ে এ কর্মসূচি শুরু করেছি। সরকার যদি আমাদের এ দাবি মেনে না নেয় তাহলে আমরা কঠোর কর্মসুচির ঘোষণা দিব। তবে আশা করি সরকার এ দাবি মেনে নিবে। পুলিশ প্রশাসনের অনুরোধে দুপুর ৩টায় শেষ করেছি এবং আগামীকাল সোমবার আমরা এ কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে পালন করব।’