ভাতিজি ও তার মাকে ছুরিকাঘাত করে হত্যা

মৌলভীবাজারে পুলিশের হাতে আটক সফিক মিয়া। ছবি : এনটিভি
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও এলাকায় সাবেক এক আনসার সদস্যের ছুরিকাঘাতে তাঁর ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজি খুন হয়েছেন। এ ঘটনায় ওই আনসার সদস্যের মেয়েসহ তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আনসার বাহিনীর সাবেক সদস্য সফিক মিয়া ধারালো ছুরি নিয়ে নিজ পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় সফিকের হামলায় তাঁর মেয়ে সুমি, ছোট ভাইয়ের স্ত্রী নজরুন বেগম, ভাতিজি সায়রা বেগম ও তানিয়া, বড় ভাইয়ের স্ত্রী নেছারুন বেগম আহত হন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নজরুন বেগম ও সায়রা বেগমকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক বলেন, এ ঘটনায় সফিক মিয়াকে আটক করা হয়েছে। মানসিক ভারসাম্যহীনতার কারণে আনসার বাহিনীতে কর্মরত অবস্থায় তাঁকে চাকরিচ্যুত করা হয়।