ময়মনসিংহে ৭ জুয়াড়ির কারাদণ্ড

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাত জুয়াড়িকে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকাল ১১টায় নান্দাইলের সহকারী কমিশনার (ভূমি) তামিম আল ইয়ামীন এই সাজার রায় দিয়েছেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে গতকাল রোববার রাতে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের কালিবাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় সাত জুয়াড়িকে আটক করা হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।
এঁরা হলেন মাহবুব, লালন, ফরমান, আবুল হাশেম, কামরুল, মকবুল ও হোসেন। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।