ঢাকা কলেজে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা

ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নিউমার্কেট থানায় মামলা হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আজ রোববার গোপাল দাস ও শাহ জালাল নামের দুই শিক্ষার্থী বাদী হয়ে দুটি মামলা করেছেন। এ ঘটনায় মোট ৩২ জন গ্রেপ্তার রয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক নূরে আলম ভূঁইয়া এবং যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়ার সমর্থকদের মধ্যে হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে।
সংঘর্ষের সময় কলেজের উত্তর হলের ফটকের সামনে রাখা সাতটি মোটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পরই তল্লাশি চালানো হয় হলগুলোতে। এ সময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পর আজ রোববার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।