নেত্রকোনায় সর্বধর্মীয় উৎসব

আজ শনিবার নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় মনোরমা আশ্রম প্রাঙ্গণে সর্বধর্ম উৎসবের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
নেত্রকোনায় দিনব্যাপী সর্বধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার পৌর শহরের নাগড়া এলাকায় মনোরমা আশ্রমের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আশ্রম প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। দুপুরে উৎসব উদ্বোধনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উৎসব কমিটির সম্পাদক কৃষ্ণনারায়ণ পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সর্বধর্মীয় উৎসবের মর্মবাণী পরম সহিষ্ণুতার সঙ্গে সবধর্মের সম্মিলন। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশে এই ধরনের উৎসবের গুরুত্ব অপরিসীম।
রাতভর উৎসবে বিভিন্ন শিল্পী ভক্তিমূলক গান পরিবেশন করবেন। সর্বধর্মীয় এই উৎসবে সব ধর্মের মানুষ অংশ নেয়।