বাসার গেট থেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে সার ও তেল ব্যবসায়ী ফজলুর রহমান দোকান থেকে বাসায় ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যে নগদ তিন লাখ ৭১ হাজার টাকা এবং রূপালী ব্যাংক থেকে পে-অর্ডার করা পাঁচ লাখ ৬৫ হাজার টাকা ছিল। তাঁর বাসা দোকানের কাছেই। বাসার গেটে পৌঁছার পর ফজলুর রহমানের ব্যাগটি ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ওসি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার তদন্তের পাশাপাশি ছিনতাইকারীদের আটক এবং নগদ টাকা ও পে-অর্ডার উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।