কৃষক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন, ২৬ জন খালাস

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাটনাইয়া গ্রামের কৃষক কায়েস চৌধুরী (৩৫) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২৬ জনকে খালাস দিয়েছেন আদালত।
যাবজ্জীবন সাজা পাওয়া প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আইনজীবী মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজা পাওয়া আসামিরা হলেন গোলাম ফারুক তানভীর, হাবিবুর রহমান খসরু ও তাঁর ভাই কামরুজ্জামান কামরু। তাঁদের মধ্যে খসরু পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ সাইফুর রহমান জানান, শত্রুতার জের ধরে ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে আসামিরা পরিকল্পিতভাবে বাড়ির অদূরে কায়েসের ওপর সশস্ত্র আক্রমণ করে। তারা কায়েসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। ঘটনার দুদিন পর কায়েসের ভাই মানিক চৌধুরী মোহনগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর ২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
দীর্ঘ শুনানি ও ১১ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৬ জনকে খালাস দেন। যাবজ্জীবন সাজা পাওয়া তিন আসামির মধ্যে তানভীর ও কামরু আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী পীযূষ কুমার সাহা, শামছুদ্দিন ইলিয়াস ও রাসেল আহম্মদ খান।