মুন্সীগঞ্জে সওজ কার্যালয়ে অবস্থান, ঢুকতে বাধা

মুন্সীগঞ্জে তিন দফা দাবি আদায়ে আজ সোমবার সওজ কর্মকর্তাদের কার্যালয়ে ঢুকতে বাধা দেন ঠিকাদার সমিতির নেতা-কর্মীরা। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জে তিন দফা দাবি আদায়ের লক্ষে অবস্থান ধমর্ঘট কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) ঠিকাদার সমিতি।
সমিতির মুন্সীগঞ্জ জেলা শাখা আজ সোমবার সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত মুন্সীগঞ্জ সওজ কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। এ সময় সওজের কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে ঢুকতে বাঁধা দেন সওজের ঠিকাদার সমিতির নেতা-কর্মীরা।
ঠিকাদার সমিতির নেতা মো. জাফর সাদেক আমিন পাভেল জানান, রক্ষণাবেক্ষণ খাতসহ সব পাওনা পরিশোধ করা, রক্ষণাবেক্ষণ খাতের বিল পরিশোধের ওপর মন্ত্রণালয় থেকে আরোপিত কালো শর্ত বাতিলসহ তিন দফা দাবিতে তাঁদের আন্দোলন চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঠিকাদার সমিতির নেতা মাহতাব খোকন, মনিরুল ইসলাম কামাল, মনির হোসেন ও নাজমুল হোসেনসহ ঠিকাদার সমিতির স্থানীয় নেতারা।