ফুটপাতে বসতে না দিলে নগর ভবন ঘেরাও

আগামীকাল রোববার থেকে ব্যবসার জন্য ফুটপাতে বসতে না দিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবন (নগর ভবন) ঘেরাও করার হুমকি দিয়েছেন হকাররা।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেয় হকারদের সংগঠন ‘হকার্স ইউনিয়ন’।
গুলিস্তান ও আশপাশের এলাকার রাস্তায় রোববার থেকে কর্মদিবসে সন্ধ্যার আগে কোনো হকারকে বসতে দেওয়া হবে না মর্মে ডিএসসিসির মেয়র সাঈদ খোকনের বক্তব্যের প্রতিবাদে জানানো হয় সমাবেশে। আজ বিকেলের মধ্যে মেয়রের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সমাবেশ শেষে হকাররা নগর ভবনের দিকে এগোতে শুরু করলে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ অবস্থায় হকাররা গুলিস্তান এলাকায় কিছু দোকানপাটে হামলা চালায়।
এর আগে গত বুধবার দুপুরে নগর ভবনে হকার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে মেয়র সাঈদ খোকন ঘোষণা দেন, নগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী রোববার থেকে সাপ্তাহিক কর্মদিবসে গুলিস্তান ও আশপাশের এলাকায় হকাররা ফুটপাত ও সড়কে তাঁদের পণ্য নিয়ে বসতে পারবেন না। তবে কর্মদিবসে সন্ধ্যা সাড়ে ৬টার পর হকাররা বসতে পারবেন।
মেয়রের এই সিদ্ধান্তের প্রতিবাদেই আন্দোলনে নেমেছেন হকাররা।