ক্ষতিপূরণ চান ডিএনসিসি মার্কেটের দোকানিরা

ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া রাজধানীর গুলশানের ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের ব্যবসায়ীরা ক্ষতিপূরণ চেয়েছেন।
আজ রোববার দুপুরে মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান দোকান মালিক সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে এক নম্বর গুলশান ডিএনসিসি সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি শের মোহাম্মদ বলেন, ‘মার্কেট খুললে এক নম্বর আমাদের বরাদ্দপত্র দিতে হবে এবং দুই নম্বর আমাদের বসার জায়গা দিতে হবে। তিন নম্বর হলো আমাদের ক্ষতিপূরণ দিতে হবে।’
সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান ব্যবসায়ীরা। তাঁরা জানান, আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে প্রায় ৪০০ দোকান। ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা বছরের শুরুতেই পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এ অবস্থায় নতুন ভবনে প্রত্যেকের জন্য দোকান বরাদ্দ, বরাদ্দপত্র এবং ক্ষতিপূরণ দাবি করেন তাঁরা।
গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মার্কেটের পূর্ব পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। টানা ১৬ ঘণ্টা চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে মার্কেট ভবনটির একাংশ ধসে পড়ে। ধসে পড়া অংশে কাঁচাবাজার ও বেশ কিছু কাঁচামালের দোকান ছিল।