নেত্রকোনায় বাসচাপায় মোটরসাইকেলআরোহী নিহত

নেত্রকোনা সদর উপজেলার বাইড়াউড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় হাবিবুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর গ্রামের প্রয়াত মমতাজ ফকিরের ছেলে। তিনি নেত্রকোনা সদরের সার্কিট হাউসের সামনের সড়কে নাজাত এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ছিলেন।
এ ঘটনায় মোটরসাইকেলচালক কেন্দুয়া ডিগ্রি কলেজের শিক্ষক আনিছুর রহমান (৪২) আহত হন। তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আনিছুর রহমানের আত্মীয় এখলাছুর রহমান জানান, মোটরসাইকেলে চড়ে তাঁর ভাই আনিছুর ও বন্ধু হাবিবুর কেন্দুয়া থেকে নেত্রকোনা সদরে যাচ্ছিলেন। পথে বাইড়াউড়া এলাকায় নেত্রকোনা থেকে সিলেটগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে আনিছুর আহত হলেও হাবিবুর ঘটনাস্থলেই নিহত হন।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।