ধূমপান করলে সেবা দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ধূমপানের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এ সময় রোগীদের ধূমপান না করার পারমর্শ দিতে চিকিৎসকদের প্রতিও আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য ছিল ‘তামাকজাত পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ কর’। স্বাস্থ্যমন্ত্রীর জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আমি সব চিকিৎসকের প্রতি আহ্বান জানাব, আপনারা রোগী দেখার সময়ে বলবেন, তারা যদি ধূমপান করে, তাহলে তাদের সেবা দেওয়া হবে না। চিকিৎসকদের এ ধরনের সতর্কবার্তা সাধারণ মানুষের মধ্যে ধূমপানভীতি গড়ে উঠতে সাহায্য করবে।’
‘আসুন, তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করি। ধূমপানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। যাতে করে তরুণ সমাজ ধ্বংসের পথে না যায়। একটি সুন্দর প্রজন্ম গড়ে তুলতে তামাকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে স্বাস্থ্যমন্ত্রী মাদকবিরোধী প্রচারে বিশেষ অবদানের জন্য একটি সরকারি ও একটি বেসরকারি প্রতিষ্ঠান, একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং একজন সুশীল সমাজের প্রতিনিধিকে সম্মাননা প্রদান করেন।