মন্ত্রী যা দেখলেন!

হাসপাতালের অভ্যর্থনাকক্ষে কেউ নেই। ভেতরে প্রবেশের পর এই ‘নেই’-এর সংখ্যা আরো বাড়ে। একজন নার্স ছাড়া কেউ নেই। কাগজে দেখানো আছে হাসপাতালে ২৮ জন ভর্তি আছে। বাস্তবে রোগীদের আটজন নেই।
আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউট ও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্য ও পরিববারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এসে ওই হাসপাতালে এ দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বেলা সোয়া ২টায় তিনি হাসপাতালে এসেছিলেন।
মোহাম্মদ নাসিম হাসপাতালে এসে পরিচালক জাহেদুল আলম এবং একজন নার্স ছাড়া অধিকাংশকে পাননি। এ ব্যাপারে তিনি ক্ষোভ প্রকাশ করেন। হাসপাতালের ভেতরে প্রবেশ করেই তিনি দেখেন অভ্যর্থনাকক্ষে কেউ নেই।
স্বাস্থ্যমন্ত্রী ওই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। হাসপাতালে কাগজেকলমে ২৮ জন রোগী ভর্তি দেখালেও বাস্তবে ২০ জন ভর্তি আছে। তিনি হাসপাতালের এই অব্যবস্থাপনা দেখে পরিচালক জাহেদুল আলমকে অনুপস্থিত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিশ দিয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তা না করলে তাঁকেও অপসারণ করা হবে বলে জানিয়ে দেন মন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বর্তমান সরকারের সময়ে এ রকম সুন্দর ও অত্যাধুনিক বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে জনগণের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে, কতিপয় কর্মকর্তা ও কর্মচারীর গাফিলতিতে তা ভেস্তে যেতে দেওয়া হবে না।’
স্বাস্থ্যমন্ত্রী এ হাসপাতাল সম্পর্কে মানুষের মাঝে আরো প্রচার বাড়িয়ে একটি উন্নত ব্যবস্থাপনা গড়ে রোগীবান্ধব ও চিকিৎসা উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য পরিচালককে নির্দেশ দেন।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মো. নূরুল হক, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক শামিউল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।