ময়মনসিংহে শ্রমিক হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে ওয়েল্ডিং শ্রমিক ফরহাদকে (২০) হত্যার অভিযোগে কাজল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাজলকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে রক্তমাখা ধারালো অস্ত্র।
পুলিশ জানিয়েছে, কাজল ওই হত্যা মামলার আসামি। এর আগে ৯ জানুয়ারি মামলার প্রধান আসামি তছলিমকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৫ জানুয়ারি ময়মনসিংহ শহরের আকুয়া ওয়্যারলেস এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ফরহাদ। নিহত ফরহাদের বাড়ি আকুয়া ওয়্যারলেসের (কেপিআই) পেছনে উলুঙ্গাপাড়া গ্রামে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে পুলিশ কাজলকে শহরতলির বয়রা এলাকায় তার বোনের বাড়ি থেকে আটক করে। হত্যাকাণ্ডের পর থেকেই কাজল বোনের বাড়িতে লুকিয়েছিল। আটকের পর কাজল খুনের ঘটনায় জড়িত ছিল বলে স্বীকারোক্তিও দিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা টিএসআই হাবিবুর রহমান জানান, কাজলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।
হত্যাকাণ্ডের পর পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী ফরহাদের বন্ধু সবুজ জানিয়েছিল, রাত সাড়ে ১১টার দিকে হেঁটে বাসায় ফেরার পথে আকুয়া ওয়্যারলেস (কেপিআই) ফটকের বিপরীতে তছলিম, রুমান, এলাহী, শান্ত ও অজ্ঞাত আরো চার-পাঁচজন অটোরিকশা দিয়ে উভয়ের গতিরোধ করে। অটোরিকশা থেকে নেমে এসে তছলিম ও রুমান ফরহাদকে কোপাতে থাকে। জীবন বাঁচাতে সবুজে দৌড়ে সামনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে রক্তাক্ত অবস্থায় ফরহাদকে উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে ফরহাদ মারা যান।
সবুজ জানান, গরুখোয়াড় মোড়ে ক্যারম খেলা নিয়ে চার মাস আগে কথাকাটাকাটির জের ধরে ফরহাদকে কুপিয়ে হত্যা করা হয়েছে।