গোপালগঞ্জে উন্নয়ন মেলা শুরু ৯ জানুয়ারি

আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে উন্নয়ন মেলার তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। ছবি : এনটিভি
গোপালগঞ্জে তিন দিনব্যাপী জেলা উন্নয়ন মেলা শুরু হবে ৯ জানুয়ারি। স্থানীয় পৌর পার্কে মেলাটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করবেন। মেলা শেষ হবে ১১ জানুয়ারি।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার জানান, মেলায় স্টল বসবে ৫০টি। তিন দিনব্যাপী মেলায় সরকারের বিগত আট বছরের বিভিন্ন উন্নয়ন কাজের তথ্য তুলে ধরা হবে। সরকারের সাফল্যের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হবে মেলায়।