ময়মনসিংহে বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া

৫ জানুয়ারি পালন উপলক্ষে ময়মনসিংহে বিএনপি মিছিল বের করলে তাতে পুলিশ ধাওয়া দিয়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে।
আজ বৃহস্পতিবার ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা বিএনপির উদ্যোগে শহরে মিছিল বের হয়। মিছিলটি জেলা স্কুল মোড়ে গেলে পুলিশ তাতে ধাওয়া দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানায় সকাল থেকেই নতুন বাজার বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ছিল। ফলে কার্যালয় ছিল তালাবদ্ধ। দুপুর ১২টার সময় বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স জেলা ও নগর বিএনপির তিন নেতাসহ চারজন দলীয় কার্যালয়ে ঢুকতে চান। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়।
এর কিছুক্ষণ পর আরো কিছু নেতাকর্মীরা এসে সেখানে জড়ো হয়। পরে তাদের নিয়ে ব্যানার ও স্লোগানবিহীন মিছিল নিয়ে নতুন বাজার ঘুরে জেলা স্কুল মোড়ে পৌঁছালে পুলিশ ধাওয়া দেয়। এ সময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ কে এম মাহবুবুল আলম অভিযোগ করেন, দলীয় কার্যালয়ের পিয়ন সকাল ১০টায় তালা খুলতে গেলে পুলিশ বাধা দিয়েছে। নেতাকর্মীদের কর্মসূচি পালনেও বাধা দেওয়া হয়েছে।
এ সময় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, আজকের কর্মসূচি পালন করতে না দিয়ে সরকার আরেকবার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করল।