সুপার জ্যোতির মুক্তির দাবিতে খাগড়াছড়িতে অবরোধ চলছে

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থেকে গ্রেপ্তার হওয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের মুক্তি ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির ডাকে আজ বুধবার সকাল থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এই সকাল-সন্ধ্যা এই অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।
অবরোধ কর্মসূচি চলাকালে আজ সকাল সাড়ে ৬টার দিকে মাটিরাঙা বাইল্যাছড়ি এলাকায় শান্তি পরিবহনের একটি বাস রাস্তায় নামলে তাতে হামলা চালান অবরোধ সমর্থকরা। এসময় গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়, এতে আহত হন বাসটির সুপারভাইজার। এ ছাড়া সকাল ৭টার দিকে মানিকছড়ির ধর্মঘর এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন পিকেটাররা।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, দুষ্কৃতকারীরা এসব বাহনে আগুন দিচ্ছে। এ বিষয়ে আর কিছু বলেননি তিনি।
অন্যদিকে লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কের মেজরপাড়া এলাকায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এসে তা সরিয়ে ফেলেন।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি। অবশ্য শহরের ভিতরে কিছু কিছু ব্যাটারিচালিত অটোরিকশা বা টমটম চলাচল করতে দেখা গেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিপুল আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ সময় ঢাকা থেকে গত রাতে ছেড়ে আসা নৈশ কোচগুলো পুলিশ প্রহরায় খাগড়াছড়িতে প্রবেশ করে।
গত রোববার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারি বাসভবনে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিসহ লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।