খাগড়াছড়িতে ইয়াবা, হেরোইনসহ তিনজন আটক

খাগড়াছড়িতে ৪৩০ ইয়াবা ও ২৫০ গ্রাম হেরোইনসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিন দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মো. সাজু (৩৪), তাঁর স্ত্রী রিনা বেগম (২৮) এবং ফারুক হোসেন (২৬)।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের চেঙ্গী স্কোয়ার এলাকায় অভিযান চালিয়ে ৪০টি ইয়াবাসহ ফারুক হোসেনকে আটক করা হয়।
পরে ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ক্যান্টনমেন্ট স্কুলের মাঠ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ৪০টি ইয়াবাসহ মো. সাজুকে আটক করা হয়।
সবশেষ রাত ১১টায় সার্কিট হাউস এলাকায় আরেকটি অভিযান চালিয়ে সাজুর বাড়ি থেকে ২৫০ গ্রাম হেরোইন এবং আরো ৩৫০টি ইয়াবাসহ তাঁর স্ত্রী রিনা বেগমকে আটক করা হয়।
আটক তিনজনের নামে থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।