মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

নেত্রকোনার বারহাট্রা উপজেলায় নরুল্লা গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে সব মাছ মেরে ফেলেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনো এক সময়।
বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের নরুল্লা গ্রামের মাছ চাষি ইজ্জত আলী দীর্ঘদীন ধরে নিজস্ব পুকুরে নানা প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এতে প্রায় আট লাখ টাকার তেলাপিয়াসহ নানা প্রকার মাছ মরে গেছে। এক একর পরিমাণ পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।
বিষয়টি সকালে বারহাট্টা থানায় জানানো হলে পুলিশ এসে পুকুর পরিদর্শন করে ঘটনাস্থলের আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে।
এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান জানান, সন্দেহভাজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।