নেত্রকোনা জেলা পরিষদে জয়ী হলেন যাঁরা

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আজ বুধবার নেত্রকোনার ১৪টি কেন্দ্রে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
এ ছাড়া ১০ নম্বর ওয়ার্ডে (মোহনগঞ্জ) সাধারণ সদস্য পদে আওয়ামী লীগের আবদুল হান্নান রতন ও ৪ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আওয়ামী লীগের আয়শা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মিনারা ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে রহিমা আক্তার ওরফে আসমা সুলতানা, ৩ নম্বর ওয়ার্ডে সালমা আক্তার ও ৫ নম্বর ওয়ার্ডে পারভীন খাতুন নির্বাচিত হয়েছেন।
সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে মো. সফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে আবদুল আজিজ, ৪ নম্বর ওয়ার্ডে সৈয়দ বজলুর রশিদ, ৫ নম্বর ওয়ার্ডে বদরুদ্দোজা নন্দন, ৬ নম্বর ওয়ার্ডে আজিজুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে মো. সুমন খান, ৮ নম্বর ওয়ার্ডে আল আমিন ভূঞা, ৯ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান সেলিম, ১১ নম্বর ওয়ার্ডে গোলাম মাহমুদ ইছহাক, ১২ নম্বর ওয়ার্ডে এ কে এম সাইদুল ইসলাম হান্নান, ১৩ নম্বর ওয়ার্ডে এ কে এম মাজহারুল ইসলাম, ১৪ নম্বর ওয়ার্ডে মো. শহিদুল ইসলাম ও ১৫ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার জয়ী হয়েছেন।
এ ছাড়া ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে মো. ইদ্রিস আলী তালুকদার (টিউবওয়েল) ও শফিকুল ইসলাম (তালা) সমান সংখ্যক ২৩টি করে ভোট পাওয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিষ্পত্তির জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠান।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, দুই প্রার্থীকেই নিয়ন্ত্রণ কক্ষে ডাকা হয়েছে। উভয় পক্ষ সম্মতি দিলে লটারির মাধ্যমে তাঁদের ভাগ্য নির্ধারণ করা হবে।