ময়মনসিংহে তন্ময় হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে এসএসসি পরীক্ষার্থী ইসতিয়াক আহমেদ তন্ময় হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে হালুয়াঘাট উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার বেলা ১১টায় ময়মনসিংহ জেলা পুলিশের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
পুলিশ সুপার জানান, মোবাইল ফোন নিয়ে বিরোধে গত শুক্রবার সন্ধ্যায় শহরের মফিজ উদ্দিন ইনডেস্ক প্লাজার সামনে তন্ময়কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় আটজনকে আসামি করে রোববার বিকেলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন তন্ময়ের বাবা ফরিদ উদ্দিন। আসামিরা হলো মেহেদী হাসান সাগর, রুহান ইসলাম রিয়াদ, ফারাবী, শিমুল, আল আমীন, আদনান, শুভ ও হাসান। এ ছাড়া অজ্ঞাতনামা আরো তিন-চারজনকে আসামি করা হয়েছে। মূল আসামি সাগর ও রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজীসহ অন্য কর্মকর্তারা।
এ ঘটনায় রোববার তন্ময়ের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মিছিল করে শিক্ষক, সহপাঠী ও স্বজনরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ময়মনসিংহ জিলা স্কুলের ছাত্র তন্ময়ের বন্ধু ইফাত জাহান অর্ণব জানায়, তার সামনেই আসামিরা তন্ময়কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দুই মাস আগে আসামিরা তন্ময়ের মোবাইল ফোন জোর করে কেড়ে নিতে চাইলে তন্ময় বাধা দেয় এবং তাদের মধ্যে ঝগড়া হয়।
পুলিশ জানায়, শুক্রবার রাতেই খুনিদের ধরতে হালুয়াঘাট, তারাকান্দা, ফুলপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। পরে হালুয়াঘাট থেকে সাগর ও রিয়াদকে গ্রেপ্তার। সাগর ময়মনসিংহ মুকুল নিকেতন স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে। রিয়াদ একই স্কুলের নবম শ্রেণির ছাত্র। নিহত তন্ময়ের সিটি কলেজিয়েট স্কুল থেকে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
এর আগে শুক্রবার রাতে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছিল, ময়মনসিংহ মহাবিদ্যালয় ক্যাম্পাসে তন্ময় হত্যাকাণ্ড ঘটে। আসলে শহরের মফিজ উদ্দিন ইনডেস্ক প্লাজার সামনে তন্ময় খুন হয়।
এদিকে ময়মনসিংহ শহরের বাইপাস এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতি ও ছুরিসহ ১৫ জনকে আটক করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।