ফরিদপুরে ধর্ষণের শিকার মাদ্রাসাছাত্রী, যুবক আটক

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। ছবি : এনটিভি
ফরিদপুরের মধুখালী উপজেলায় এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ আজ রোববার ভোরে এ ঘটনায় জড়িত সন্দেহে তারেক মোল্লা (২৫) নামে এক যুবককে আটক করেছে। তিনি একই গ্রামের বাসিন্দা।
মাদ্রাসাছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন।
মামলার বরাত দিয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রাতে ওই শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়। তখন তাকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলে ধর্ষণ করা হয়।