কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মো. নূরুল ইসলাম হাওলাদার (৬৫) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
মো. নূরুল ইসলাম হাওলাদার ঝালকাঠি জেলার বদনাকাঠি গ্রামের বাসিন্দা।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাত উল ফরহাদ জানান, ঢাকার শ্যামপুর থানার নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় ২০০৩ সালে নূরুল ইসলাম হাওলাদারকে মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। এরপর ২০১৩ সালের নভেম্বরে নূরুল ইসলামকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
জেলার আরো জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে নূরুল ইসলাম বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নূরুল ইসলাম হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর হাসপাতালের চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন নূরুল ইসলাম।
মৃত আবদুস সালামকে তাঁর গ্রামের বাড়ি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।