নেত্রকোনায় ট্রেনে হামলা, চালকসহ আহত ৩

ট্রেনের ছাদে ও ইঞ্জিনের ওপর উঠতে না দেওয়াকে কেন্দ্র করে নেত্রকোনা কোর্ট রেলওয়ে স্টেশনে ট্রেনে হামলা চালিয়েছে কয়েকজন যুবক। এতে ট্রেনের চালক, সহকারী চালক ও সুপারভাইজার আহত হয়েছেন।
গুরুতর আহত ট্রেনের চালক এনায়েত হোসেন ও সহকারী চালক (এ এম এল) জাহাঙ্গীরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
কোর্ট রেলওয়ে স্টেশন মাস্টার সৈয়দ রাকিবুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি বেলা আড়াইটার দিকে নেত্রকোনা কোর্ট স্টেশনে পৌঁছায়। এ সময় স্থানীয় কয়েকজন যুবক ট্রেনের ইঞ্জিনে ও ছাদে উঠতে গেলে চালক এনায়েত হোসেন ও অন্যরা বাধা দেন। যুবকদের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর ১০-১৫ যুবক ট্রেন চালক ও অন্যদের ওপর হামলা চালায় এবং বেধরক মারপিট করে। এতে ট্রেনের চালক (এলএম) এনায়েত হোসেন, সহকারী চালক (এএলএম) জাহাঙ্গীর আলম ও সুপারভাইজার মোফাজ্জল হোসেন আহত হন।
এ ঘটনার পর থেকে মোহনগঞ্জ- ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ট্রেনের যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। সন্ধ্যা সোয়া ৭টায় ময়মনসিংহ থেকে অন্য ট্রেনের চালক ও সহকারী চালক এলে ট্রেন চলাচল শুরু হয়।
নেত্রকোনা বড় রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাহাবউদ্দিন জানান, ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সন্ধ্যা সোয়া ৭টায় ময়মনসিংহ থেকে চালক এলে ট্রেন চলাচল শুরু হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনে হামলার কথা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের আটক করে আইনের আওতায় আনা হবে।