৯৩ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী ইসমাইল

কুমিল্লা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ইসমাইল হোসেন ৯৩ বছর বয়সে বিয়ে করেছেন। ফেসবুকে ইতোমধ্যে তাঁর বিয়ের ছবি ভাইরাল হয়েছে।
আজ সোমবার ফেসবুকে তাঁর বিয়ের ছবি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। ইসমাইল হোসেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচ বারের সভাপতি। তাঁর বিয়েতে কাবিন হয় পাঁচ লাখ টাকা।
পাত্রীর বাসা কুমিল্লা শহরের দেশওয়ালীপট্টিতে। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার বয়স ৪০ বছর। নাম মিনারা বেগম। অপরদিকে ইসমাইল হোসেনের বাড়ি আদালত রোডে। তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে। তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম ৫ বছর আগে মারা গেছেন।
কুমিল্লা আদালতের আইনজীবী আনিসুর রহমান মিঠু বলেন, ইসমাইল সাহেবের জুনিয়র মিতুর বাসায় এই বিয়ে হয়েছে।
ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন বলেন, আমরা বাবার বিয়ে সম্পর্কে জানতাম না। আজ দুপুরে শুনেছি। তিনি নতুন বউ নিয়ে বাসায় এসেছেন।
ইসমাইল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, গতকাল রোববার সন্ধ্যায় বিয়ে করেছি। আমার নতুন সহধর্মিণী ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সোমবার ছোটরার বাসায় এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।