২৮ কেজি গাঁজা ও পিকআপসহ দুজন আটক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ জাহিদ (৩২) ও মনির হোসেন (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটক জাহিদ রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরের নয়াগাঁও এলাকা ও মনির শরীয়তপুরের জাজিরা উপজেলার জয়নগর এলাকার বাসিন্দা। এ সময় মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহার করা একটি পিকআপভ্যান ও ২৬ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে ঢাকা মেট্রো-ন-১৪-৭৮৭৭ নীল-হলুদ রঙের পিকআপে করে মাদকদ্রব্যের একটি চালান ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে একটি আভিযানিক দল আজ সোমবার সকালে ওই এলাকায় তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি তল্লাশ করতে থাকে।

তল্লাশিকালে সকাল সাড়ে ৬টার দিকে পিকআপটি ঘটনাস্থলে এলে তাতে তল্লাশি করে ২৮ কেজি গাঁজা ও ২৬ হাজার ৭০০ টাকা উদ্ধার করে র্যাব। এ সময় পিকআপে থাকা জাহিদ ও মনির হোসেনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আশুগঞ্জ থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কোম্পানি কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।