স্ত্রীকে নির্যাতনের অভিযোগে অতিরিক্ত সচিব গ্রেপ্তার

রাজধানীর বেইলি রোড এলাকা থেকে যৌতুকের দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীম এনটিভি অনলাইনকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গতকাল রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
শেখ মোহাম্মদ শামীম বলেন, ‘গতকাল ড. জাকির হোসেনের বিরুদ্ধে তাঁর স্ত্রী ডা. ফাতেমা জাহান বারী যৌতুক ও নির্যাতনের অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় কারণে বেইলি রোডের সুপিরিয়র অফিসার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
শেখ মোহাম্মদ শামীম আরো বলেন, ‘বহু আগে থেকে তিনি (অতিরিক্ত সচিব) তাঁর স্ত্রীকে নির্যাতন করতেন বলে অভিযোগ করা হয়েছে। সহ্য না করতে পেরে তাঁর স্ত্রী মামলার আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।’
এদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘স্বামীর নির্যাতন থেকে বাঁচতে ফাতেমা জাহান প্রথমে জরুরি নম্বর ৯৯৯-এ কল করেন। পরে সেখান থেকে আমাদের থানায় জানানো হয়। এর পর আমরা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করি। তারপর অভিযোগকারীকে উদ্ধার করি। পরে ফাতেমা রমনা থানায় মামলা দায়ের করেছেন। আজ আমরা আসামিকে কারাগারে পাঠিয়েছি। গ্রেপ্তারের আগে তিনি মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।’