সেন্টমার্টিনে ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে দুটি ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।
আজ শুক্রবার ভোরের দিকে সেন্টমার্টিনের ৫৬ নটিকেল মাইল বাংলাদেশ জলসীমানার ভেতরে থেকে জেলেদের আটক করা হয়।
সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সাদ মোহাম্মদ তাইম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল মিয়ানমারের ওইসব জেলেরা। এ সময় দুটি মাছ ধরার ট্রলারসহ মিয়ানমারের ১৬ জেলেকে আটক করা হয়। আটককৃতদের থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। তাদের সেন্টমার্টিন থেকে টেকনাফে নিয়ে আসা হচ্ছে।’