সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশা-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে আজ সোমবার ভোরে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের শাহজাদপুরে সিএনজি অটোরিকশা ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান মোল্লা (৪৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুরের সরিষাকোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আসাদুজ্জামান মোল্লা সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়া গ্রামের আজিজুল হকের ছেলে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদরুল কবির বলেন, ‘সোমবার ভোরে সিরাজগঞ্জ থেকে মুরগি নিয়ে সিএনজি অটোরিকশায় করে পাবনা যাচ্ছিলেন আসাদুজ্জামান। অটোরিকশাটি ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুরের সরিষাকোল এলাকায় পৌঁছলে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আসাদুজ্জামানের মৃত্যু হয়।’
বদরুল কবির বলেন ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।’