সিরাজগঞ্জে বাস চাপায় মোটরসাইকেলের চালক নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মোহামুদুল্লাহ (১৬) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে বেলকুচি উপজেলার আজুগড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহামুদুল্লাহ এনায়েতপুর থানার বেতিল গ্রামের মাওলানা রফিকুল ইসলামের ছেলে। সে বেতিল মহিউসসুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে ঢাকা থেকে জেনিন এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জের এনায়েতপুরে আসছিল। বাসটি সিরাজগঞ্জের বেলকুচি-এনায়েতপুর আঞ্চলিক সড়কের আজুগড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল মোহামুদুল্লাহকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ড্যাফোডিল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহামুদুল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনেরা তার মরদেহ ক্লিনিক থেকে বাসায় নিয়ে যায়।
বেলকুচি থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, নিহতের লাশ তার বাড়িতে রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।