সাগরে নেমে ভেসে গেলেন মাদ্রাসাছাত্র

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে মাহফুজ (১৮) নামের এক মাদ্রাসাছাত্র সাগরে ভেসে গেছেন। আজ মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হন তিনি।
মাদ্রাসাছাত্র মাহফুজের সঙ্গে বেড়াতে আসা বন্ধুদের একজন মো. হুমায়ুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ মাহফুজ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর মিয়াজি এলাকার মাহবুবুর রহমানের ছেলে।
নিখোঁজ মাহফুজের বন্ধু মো. হুমায়ুন জানান, মাহফুজসহ ২৫ বন্ধু আজ মঙ্গলবার সকালে কক্সবাজার বেড়াতে আসেন। বিকেল ৩টার দিকে তাঁরা লাবণী পয়েন্টে সাগরে গোসল করতে নামেন। গোসল করার একপর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যেতে থাকেন মাহফুজ। তাঁকে উদ্ধারের জন্য বন্ধু জিহাদ এগিয়ে এলে তিনিও ভেসে যেতে থাকেন। বিষয়টি অন্যদের নজরে আসে। সঙ্গে সঙ্গে অন্যরা গিয়ে হুমায়ুনকে উদ্ধার করতে পারলেও নিখোঁজ হন মাহফুজ।
পরে সাগরে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচকর্মীদের জানানো হয়। বিকেল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ মাদ্রাসাছাত্র মাহফুজের সন্ধান পাওয়া যায়নি।
এ ব্যাপারে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান জানান, পর্যটক নিখোঁজ হওয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ট্যুরিস্ট পুলিশ ও বিচে নিয়োজিত ডুবুরিরা ওই ছাত্রের খোঁজ পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।