সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি বেনজীর আহমেদ

বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ নবগঠিত সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের কংগ্রেস অনুষ্ঠিত হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
সার্কভূক্ত আট দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে গঠিত সংগঠনের প্রথম কংগ্রেসে সভাপতিত্ব করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

কংগ্রেসে বিশ্ব দাবা সংস্থার সহসভাপতি গ্র্যান্ডমাস্টার নাইজেল শর্ট, বিশ্ব দাবা সংস্থার সভাপতির উপদেষ্টা বেরিক বলগাবায়েভ, বিশ্ব দাবা সংস্থার জোন ৩.২-এর সভাপতি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, বিশ্ব দাবা সংস্থার এথিক্স কমিশনের সদস্য রাজেশ হরি জসি, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা ও গাজী সাইফুল তারেক উপস্থিত ছিলেন।
কংগ্রেসে নবগঠিত সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের গঠণতন্ত্র অনুমোদিত হয় ও আট সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। ভারতের আন্তর্জাতিক দাবা বিচারক ধর্মেন্দ্র কুমার ডেপুটি প্রেসিডেন্ট, নেপাল দাবা অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রামা থাপা ভাইস প্রেসিডেন্ট, শ্রীলংকার ডেলিগেট লক্ষ বিজয়সুরিয়া জেনারেল সেক্রেটারি ও ভুটান দাবা ফেডারেশনের সভাপতি লেকি দর্জি ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন পাকিস্তান দাবা ফেডারেশনে সভাপতি সিনেটর কুলসুম পারভীন, মালদ্বীপ দাবা অ্যাসোসিয়েশনের সভাপতি সাইয়ান হোসেন ও আফগানিস্তান ন্যাশনাল দাবা ফেডারেশনের সভাপতি গুলাম আলী মালাক জাদ। প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ইংল্যান্ডের অরুন মিত্তসামি।