সাংসদ দুর্জয়কে নিয়ে স্ট্যাটাস, ছাত্রলীগ নেতা কারাগারে

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে তথ্য-প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় হামজা খান নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ শহর থেকে হামজা খানকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে নিয়ে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান ফেসবুকে একটি অপত্তিকর স্ট্যাটাস দেন। এতে ঘিওর উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সজীব মীর বাদী হয়ে হামজা খানসহ তিনজনকে আসামি করে গত ১৩ জুন আইসিটি আইনে মামলা করেন।’
পরে আজ দুপুরে মানিকগঞ্জ শহর থেকে হামজা খানকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল বলেন, ‘হামজা খান যে অপরাধ করেছে, তার দায় দল কখনোই নেবে না। সংসদ সদস্য নাঈমুর রহমানকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার কারণে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে শো-কোজ করা হয়েছিল। কিন্তু হামজা খান ওই শো-কোজের কোনো জবাব দেননি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হবে। এরপর তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’