রিজভীসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা

সাভারে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা করেছে সাভার মডেল থানা পুলিশ। এ ছাড়াও অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ওপর হামলা, জানমালের ক্ষতিসাধনসহ নাশকতার প্রচেষ্টার অভিযোগ এনে এ মামলাটি করেছেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কাদের সৈকত।
মামলার অন্য আসামিদের মধ্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ধামরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল হোসেন বিল্টুসহ অর্ধশতাধিক নেতাকর্মী রয়েছেন।
এদিকে, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা আশুলিয়া থানা ছাত্রদলনেতা জালাল উদ্দীন ভূঁইয়া (২২), জাহিদ হোসেন (৩২) ও জাকির হোসেনকে (৪৮) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে জেলা বিএনপির সভাপতির বাসভবনের সামনে গতকাল বুধবার সকালে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে টহলে থাকা পুলিশের ওপর আক্রমণ করেন বলে মামলায় অভিযোগ আনা হয়। ওই ঘটনায় পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।